জীবন বদলে যাবে (মুহাম্মদ ইয়াছিন আরাফাত)
জীবন বদলে যাবে
মুহাম্মদ ইয়াছিন আরাফাত | ||||
সাফল্যের ছোঁয়ায় জীবন বদলানাের স্বপ্ন দেখি আমরা সকলেই। আমাদের স্বপ্নগুলাে যত বড় জীবন তত বড় নয়। তারপরও ছােট থেকে আমরা বড় হওয়ারই স্বপ্ন দেখি। প্রচলিত একটি কথা আছে, যার স্বপ্ন যত বড় তার অর্জনও তত বড়। আর স্বপ্ন দেখাতে দোষের কিছু নয়। জীবনের গতির সাথে স্বপ্নের গতিও বাড়ে। জীবনকে বদলানাের যে স্বপ্ন আমরা লালন করি সাফল্য অর্জনের ব্যর্থতায় সে স্বপ্নগুলাে আলাের মুখ দেখে না। সাফল্য অর্জনের সাথেই জীবন বদলানাের সফলতা ব্যর্থতা জড়িত। তবে সফলতাই জীবনের সবকিছু নয়। ছলে-বলে-কৌশলে আপনাকে সাফল্য অর্জন করতেই হবে, জীবনটাকে যেকোন মূল্যে বদলাতেই হবে এমনটি ঠিক নয়। এটি জাতীয় চরিত্রবিরােধী এবং সততা ও নৈতিকতার বিপরীত। | ||||
আলবার্ট আইনস্টাইন (Albert Einstein) বলেছেন, “সফল মানুষ হওয়ার চেষ্টা করার চেয়ে নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করাে।” জীবন একটি প্রতিযােগিতার ক্ষেত্র, পরীক্ষার ক্ষেত্র, সেই পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য আমরা নানাভাবেই চেষ্টা করি। কিন্তু পরিকল্পিত চেষ্টা না করার ফলে সফলতা আমাদের ধরা দেয় না। জীবনকে পাল্টে দেয়ার জন্য প্রতিটি ক্ষেত্রেই সফলতা প্রয়ােজন। সেই সফলতার কতগুলাে ধাপ আছে। ব্যক্তি জীবনে প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। সফলতার জন্য সংকল্প , পরিকল্পনা, গতিশীলতা, সময়ানুবর্তিত, চারিত্রিক দৃঢ়তা, শৃঙ্খলা ও নির্ভরতা এই সাতটি বিষয়ের সমন্বয় প্রয়ােজন। এই সাতটি বিষয়ের সমন্বয়ে কৃতকার্য হয়ে সাফল্য ছিনিয়ে আনতে পারলেই সত্যিকার অর্থে জীবনটাকে বদলে দেয়া সম্ভব। জীবন বদলে যাবে – মুহাম্মদ ইয়াছিন আরাফাত ভূমিকা ১.১সফলতা অর্জনের প্রথম ধাপ সংকল্প। শুরুতেই যদি সাফল্য অর্জনের সংকল্প করা হয় তাহলে সাফল্য অর্জনের উদ্দেশ্য ব্যাহত হবে। একটি সুন্দর স্বপ্ন লালন দীপ্ত শপথ আর সুদৃঢ় আকাক্ষা পােষণ করা, ইচ্ছা শক্তিতে বলীয়ান হয়ে আত্মবিশ্বাস ধারণের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাই সংকল্পের মূল প্রতিপাদ্য বিষয়। দৃঢ় সংকল্প নিয়ে ব্যক্তিকে শুরুতেই একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হয়। পরিকল্পনা ছাড়া সফলতা আসে না। কেননা পরিকল্পনা কাজের অর্ধেক। পরিকল্পনা গ্রহণের সময় লক্ষ্যে অটুট থেকে, সকল হতাশাকে, হীনমন্যতাকে ঝেড়ে ফেলে সামনে এগুতে হয়। অনেক সময় সম্ভাবনা তুচ্ছ মনে করায় সামনে অগ্রসর হওয়া সম্ভব হয় না।
কিন্তু সম্ভাবনাকে সম্পদ বিবেচনা করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে
পরিকল্পনা গ্রহণ করতে পারলে সাফল্যের লক্ষ্য পানে এগিয়ে যাওয়া সম্ভব।
এক্ষেত্রে অবশ্যই নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূরে ঠেলে ইতিবাচক ভূমিকায় অবতীর্ণ
হওয়া জরুরি। সুন্দর স্বপ্ন আর সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের পরই কাজে
নেমে পড়তে হবে। আনতে হবে গতিশীলতা। |
ইসলামের আলোকে লেখা আত্ম-উন্নয়নমূলক বই হলো “জীবন বদলে যাবে”।
কোন মন্তব্য নেই