বাংলা ইসলামী সংগীত (হামদ) “তোমার নামে যদি গান গাওয়া হয়” ইসলামী সংগীত সাইমুম লিরিক্স ও এমপি থ্রি ডাউনলোড
বাংলা ইসলামী সংগীত (হামদ) “তোমার নামে যদি গান গাওয়া হয়” ইসলামী সংগীত সাইমুম লিরিক্স ও এমপি থ্রি ডাউনলোড
বাংলা ইসলামী সংগীত (হামদ) “তোমার নামে যদি গান গাওয়া হয়” সংগীতটির লিরিক ও এমপিথ্রি ডাউনলোড
“তোমার নামে যদি গান গাওয়া হয়” একটি অতি পরিচিত হামদ বা ইসলামী গজল যেটি অনেক ইসলামী সংগীত শিল্পী গেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘শিল্পী মশিউর রহমান’ এবং শিল্পী ‘শাহাবুদ্দিন শিহাব’।
মহিউদ্দীন তাহেরের লেখা ও সূর করা উক্ত গজলটি মে ২০২২ এ গজলটি আবারো নতুন করে গেয়েছেন “ইকবাল এইচ.জে ও আতাউল উসমানী” । সুন্দর ভিডিওগ্রাফী ও অসাধারণ সূরে দর্শকরা আবারো শুনতে পেলো অসাধারণ এ ইসলামী সংগীত (হামদ) টি ।
সংগীত টাইটেল : তোমার নামে যদি গান গাওয়া হয়
শিল্পী : ইকবাল এইচ.জে ও আতাউল উসমানী
লিরিক ও সূরকার : মহিউদ্দীন তাহের
পরিবেশনায় : Iqbal Hossain Jibon
গানটি ইউটিউবে দেখুন : https://youtu.be/7iveUoS0Zs0
শিল্পী মশিউর রহমানের গাওয়া “তোমার নামে যদি গান গাওয়া হয়” গজলটি ইউটিউবে দেখুন
শিল্পী শাহাবুদ্দিন শিহাবের গাওয়া “তোমার নামে যদি গান গাওয়া হয়” গজলটি ইউটিউবে দেখুন
বাংলা ইসলামী সংগীত (হামদ) “তোমার নামে যদি গান গাওয়া হয় লিরিক
তোমার নামে যদি গান গাওয়া হয়
গান সুন্দর হয়
তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়
চোখ সুন্দর হয়
তোমার নূরের আভা চাঁদকে দিলে
চাঁদ জোছনা পেল
তোমার প্রেমের রং সূর্য নিয়ে
সে যে দীপ্ত হল
তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয়
ফুল সুরভিত হয়
তোমার খুশিতে রংধনু ওঠে আকাশে
তোমারই ছন্দ গুঞ্জরি উঠে বাতাসে
তোমার পরশ পেয়ে গাছের পাতা
জানি সবুজ হলো
তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে
সে যে শুভ্র হল
তোমার অমীয় বাণী হৃদয়ে আমার
সুর সংগীত হয়।
%20%E2%80%9C%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%20%E0%A6%AF%E0%A6%A6%E0%A6%BF%20%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%20%E0%A6%97%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%20%E0%A6%B9%E0%A7%9F%E2%80%9D%20%E0%A6%B8%E0%A6%82%E0%A6%97%E0%A7%80%E0%A6%A4%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0%20%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%93%20%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%20%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A1.png)

কোন মন্তব্য নেই