প্রিয় পাঠক !
আপনার ইসলামী জ্ঞানভাণ্ডারকে আরও বেশি তথ্য সমৃদ্ধ করতে সবগুলো ইসলামিক বইয়ের PDF Download করে রাখুন একদম ফ্রিতে।
ইসলামিক বইয়ের পিডিএফ শুধু সংগ্রহ করে রাখলেই হবে না, অবশ্যই পড়ুন বেশি বেশি এবং সেইসাথে আমলও করতে হবে, ইনশাআল্লাহ ।
সদ্য প্রকাশিত বইয়ের পিডিএফ সাধারণত পাওয়া যায় না। আবার অনেক প্রকাশনী নতুন বইয়ের পিডিএফ নিজেরাই শেয়ার করে থাকে ( উদাহরণস্বরূপ– আস্ সুন্নাহ পাবলিকেশন্স ) বা তাদের বইয়ের PDF তৈরি করায় বাধা নিষেধ দেয় না। সাধারণত এই সকল নতুন বইয়ের PDF ইন্টারনেটে পাওয়া যায়। উল্লেখ্য আবার এমনটাও দেখা যায় যে, একদম নতুন বইয়ের পিডিএফ তৈরি ও ইন্টারনেটে শেয়ার করা হয় যেগুলো লেখক ও প্রকাশনীর পক্ষ থেকে কোনো রুপ অনুমতি নেওয়া হয় না।
আমরা এই ধরণের বইয়ের PDF শেয়ার করা থেকে বিরত থাকার চেষ্টা করি। তবুও আমরা ভুলের উর্ধ্বে নয়; আমাদের ওয়েবসাইটে প্রকাশিত কোনো বইয়ের PDF শেয়ার করার বিষয়ে আপত্তি থাকলে অনুগ্রহ করে আমাদের জানাতে ভুলবেন না। আমরা অতিসত্বর তা আমাদের সাইট থেকে সরিয়ে ফেলবো ইনশাআল্লাহ।
পিডিএফ কখনো হার্ডকপি বা মূল বইয়ের অনুরুপ হতেই পারে না। পিডিএফ আর মূল বই পড়ার অনুভুতির মাঝে বিস্তর পার্থক্য রয়েছে। আমরা সব সময় বই কিনে পড়তে উৎসাহিত করি। কেননা এতে পাঠক যেমন বইয়ের সুবাস, কোমল স্পর্শ ও বই পড়ার আসল মজা পেতে পারেন, সেইসাথে লেখক ও প্রকাশকও নতুন নতুন বই প্রকাশ করায় উৎসাহ পান।
কোন মন্তব্য নেই