এই ব্লগটি সন্ধান করুন

বই নাম: আল কুরআন ও আধুনিক বিজ্ঞান

 

আল কুরআন ও আধুনিক বিজ্ঞান 

একটু পড়ুন: ডাউনলোড লিংক নিছে দেওয়া আছে

কথা কল্পনাও করতে পারেনি, সেই সকল অচিন্ত্যনীয় বিস্ময়কর ঘটনা বা প্রতিভার তথ্য ও তত্ত্ব কুরআন সে সময়েই উল্লেখ করেছে। বহু শতাব্দী পর অসংখ্য আধুনিক যন্ত্রপাতি, অগণিত উপায়, উপকরণ, উপাদান ব্যবহার করে আজ বিজ্ঞান সেগুলাে আবিষ্কার করে চলেছে। ডা. জাকির নায়েক উল্লেখিত পুস্তিকায় প্রমাণ করেছেন যে, বিজ্ঞানের এই সকল বিষয়ে আল কুরআন ১৪০০ বছর পূর্বে যে সকল তথ্য ও ঘটনার উল্লেখ করেছে, অদ্যাবধি আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত তথ্যের সাথে তা পুরাপুরি সামঞ্জস্যপূর্ণ।
কুরআনের এই নির্ভুলতা ও ত্রুটিপূর্ণতা হতে সহজেই প্রমাণিত হয় যে 
১. আল কুরআন বিজ্ঞানের চেয়ে চির অগ্রসরমান ও প্রগতিশীল। 
২. আল কুরআনই সত্য-মিথ্যা, ভুল-নির্ভুল নির্ণয়ের চূড়ান্ত মানদণ্ড। আল কুরআনের মানদণ্ডে যেটি ভুল ও মিথ্যা, সেটি অবশ্যই ভুল ও মিথ্যা। আর আল কুরআনের মানদণ্ডে যেটি সঠিক ও সত্য, সেটি অবশ্যই সঠিক ও সত্য। 
৩. আল কুরআন সকল মানুষের জন্য হেদায়াত ও কল্যাণকর। 
৪. আল্লাহ শুধু আল কুরআনেরই স্রষ্টা নন তিনি বিশ্বজগতের সকল কিছুরই স্রষ্টা। আল্লাহ আল কুরআনের প্রতিটি বাক্যকে যেমন আয়াত বলেছেন তেমনি তিনি বিশ্বজগতের দৃশ্য অদৃশ্য প্রতিটি বস্তু ও প্রাকৃতিক নিদর্শনাদিকেও তার আয়াত বলে আখ্যায়িত করেছেন। তিনি চান কুরআনের আয়াতের আলােকে তার সৃষ্টি বস্তু ও নিদর্শনাদিরূপ আয়াত নিয়ে মানুষ চিন্তাভাবনা ও গবেষণা করুক। 
তাই তিনি কুরআনের আয়াত নিয়ে চিন্তাভাবনা ও গবেষণার যেমন তাগিদ দিয়েছেন তেমনি তিনি বারবার বস্তুকে নিয়ে চিন্তাভাবনা ও গবেষণা করার জন্য উদ্বুদ্ধ করেছেন। সৃষ্ট বস্তু নিয়ে গবেষণা করলে এ সত্যনিষ্ঠ ও সত্য উদঘাটনে প্রয়াসী ব্যক্তিগণ সহজেই উপলব্ধি করতে পারবেন- এই সৃষ্টি জগত খােদাহীন নয় বা বহু খােদার আস্তানাও নয়, বরং সকল সৃষ্টির পেছনে রয়েছে একজন মাত্র স্রষ্টা। তাই একজন সত্যপ্রিয় বিজ্ঞানী কখনও নাস্তিক হতে পারেন না, পারেন না বহু ঈশ্বরবাদী হতেও। 
স্যামুয়েল ভিসকাউন্টের ভাষায়- “Science has made atheism umpossible” -forecta aifeadinca optera করে তুলেছে। সেজন্য সত্যনিষ্ঠ একজন বিজ্ঞানী শিরকের তামাম কালিমা ও কুসংস্কারের সমুদয় পংকিলতা হতে মুক্ত হয়ে তাওহীদের সুবিমল জ্যোতিতে হবেন উদ্ভাসিত, তখন তিনি উপলব্ধি করতে পারবেন হযরত মুহাম্মদ (আল্লাহর শান্তি ও করুণা তার উপর বর্ষিত হােক) যা কিছু বলেছেন তা সত্য ও সঠিক...



বই নাম: আল কুরআন ও আধুনিক বিজ্ঞান pdf বুক 
লেখক: ড. জাকির নায়েক  
পৃষ্ঠা : ৬৫
সাইজ : ১.৬ মেগাবাইট


কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.